স্টাফ রিপোর্টার, ঢাকা : প্রেসক্লাব সদস্যপদ বঞ্চিত সাংবাদিক ফোরামের উদ্যোগে সোমবার সকালে বঞ্চিত পেশাদার সাংবাদিকদের সদস্যপদ দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সদস্যপদ বঞ্চিত সাংবাদিকেরা।

জাতীয় প্রেসক্লাবে সদস্যপদ বঞ্চিতরা সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনরত সাংবাদিকেরা।

এসময় সংগঠনের আহ্বায়ক শাবান মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক মৃণাল চক্রবর্তী, ডিইউজের সাবেক সভাপতি ওমর ফারুক, বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হাফিজুল ইসলাম ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) প্রচার সম্পাদক রফিক আহমেদ, দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ফরাজী আজমল হোসেন, জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক শাহজাহান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন হটনিউজ২৪বিডির সম্পাদক সাংবাদিক আছাদুজ্জামান।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিকদের সংগঠনগুলোর বিভক্ত হওয়ার পেছনে যারা দায়ী তারাই পেশাদার সাংবাদিকদের প্রেসক্লাবের সদস্যপদ হতে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত।

সদস্যপদ বঞ্চিতরা বলেন, পাকিস্তানের দূতাবাসের টাকায় প্রেসক্লাবকে সজ্জিত করা হয়েছে। আমরা এর ধিক্কার জানাই।

তারা বলেন, আমরা প্রেসক্লাবের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা সদস্যপদ পাওয়ার যোগ্য তাদেরকে দ্রুত পদ দেয়ার ব্যবস্থা করুন।

পরে সাড়ে ১২টার দিকে অবস্থান কর্মসূচি শেষে তারা প্রেসক্লাবে বিক্ষোভ মিছিল করে।

(এসএস/অ/জুন ০৯, ২০১৪)