বাকৃবি প্রতিনিধি : শুকনা পদ্ধতি ব্যবহার করে বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহস্পতিবার “পানি ব্যবহার কমিয়ে বোরো মৌসুমে শুকনা পদ্ধতিতে ধানের উৎপাদন বৃদ্ধি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সকাল ১১টার দিকে কৃষি অনুষদ সভা কক্ষে ওই সেমিনারের আয়োজন করা হয়।

জানা যায়, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাকৃবি ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. এম এ কুদ্দুস, ড. মো. রাজ্জাক ও অমিতাভ দাস উপস্থিত ছিলেন । এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

সেমিনারে অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, শুকনা পদ্ধতিতে ধান চাষ করলে কৃষক অনেক লাভবান হবে। কেননা তারা কম খরচে ধান উৎপাদন করতে পারবে।

এতে বিভিন্ন অনুষদের প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

(এসএস/এএস/জুলাই ২১, ২০১৬)