আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আমাদের ইমামরা মসজিদে বসে ইরাক, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের জন্য দোয়া করেন। তারা মুক্তিযুদ্ধ ও দেশের জন্য দোয়া করেন না। জঙ্গিরা আসে মারা যাবার জন্য সেজন্য আমাদের সজাগ থাকতে হবে এবং জঙ্গিবাদ সম্পর্কে সকলকে সচেতন করতে হবে। দেখা যায় শিক্ষার্থীরা খারাপ না তাদেরকে শিক্ষকরা বিপদগামী পথে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু পরিস্কার প্রমানিত হয়েছে। এছাড়া নগরীর কাশিপুরে ইমাম প্রশিক্ষন কেন্দ্রের দিকে বক্তারা নজর রাখার জন্য জেলা প্রশাসকের প্রতি আহবান করেন।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে জেলা কমিটির সভায় বিভিন্ন বক্তারা এসব কথা বলেন। জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা আ’লীগের সহসভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাড. এস.এম ইকবাল, বীর প্রতিক মহিউদ্দিন মানিক, পাবলিক প্রশিকিউটর এ্যাড. গিয়াস উদ্দিন কাবুল, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক বজলুর রহমান, বাস মালিক সমিতির সভাপতি আফতাব আহমেদ প্রমুখ।

এসময় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার এসি আজাদ রহমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবুল কালাম আজাদ প্রমূখ। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় বিভিন্ন কলেজের শিক্ষকসহ সুশিল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান সকলের প্রতি আহবান রেখে বলেন, জঙ্গি ও নাশকতাকারীরা নিজ নিজ স্থানে জঙ্গিবাদ কাজে অংশ নেয়না। এরা বাহির থেকে এসে নাশকতামুলক কর্মকান্ড ঘটিয়ে পালিয়ে যাবার চেষ্টা করবে, তাই সকলকে সচেতন থাকার জন্য তিনি আহবান করেন।

(টিবি/এএস/জুলাই ২১, ২০১৬)