গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সংরক্ষিত এবং সাধারণ সদস্যদের  শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হান্নান।

গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আলম, প্রাথমিক শিক্ষা অফিসার রওনক জাহান প্রমুখ।




(এসআরডি/এস/জুলাই ২১,২০১৬)