আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):বাল্য বিয়ে মুক্ত ঘোষিত বরিশালের আগৈলঝাড়ায় বাল্য বিয়ের অপরাধে বর, কনের বাবা ও মা’কে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড প্রদান।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের মাজেদ মৃধার ছেলে গৈলা বাজারে মনোয়ারা টেইলার্স এর মালিক সোহাগ মৃধার (২৫) এর সাথে সম্প্রতি একই গ্রামের মো. আলাাউদ্দিন মিয়ার মেয়ে ও গৈলা স্কুলের ষষ্ঠ শ্রেনি পর্যন্ত পড়ুয়া ছাত্রি সোনালী আক্তারের সঙ্গে সম্প্রতি বিয়ে হয়।

স্থানীয়রা ওই বাল্য সম্পর্কে বিভাগীয় কমিশনারের কাছে লিখিতভাবে জানালে বিভাগীয় কমিশনার মো. গাউস বিষয়টি জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

জেলা প্রশাসকের নির্দেশ পেয়ে বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শতরূপা তালুকদার পুলিশ নিয়ে বর সোহাগ মৃধা ও কনের বাবা-মা’কে আটক করেন।

বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বর সোহাগ মৃধাকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ও কনের বাবা আলাউদ্দিন মারামাত মা চন্দ্রবান বেগমকে এক হাজার টাকাকরে জরিমানার রায় প্রদান করেন।

আদালত সূত্র জানায়, ওই বাল্য বিয়ে করানোর অভিযোগে কাজী মজনু মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার প্রস্তুতি চলছে। গতকাল শুক্রবার সকালে দণ্ডপ্রাপ্ত বরকে পুলিশ বরিশাল জেল হাজতে প্রেরণ করেছেন।


(টিবি/এস/জুলাই ২২,২০১৬)