নিউজ ডেস্ক : নিরাপত্তা ঝুঁকির কারণে আজ থেকে মাইক্রোসফটের জনপ্রিয় অপারেটিং সিস্টেম এক্সপির সেবা বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বের শতকরা ত্রিশভাগ কম্পিউটারে এখনও এক্সপি ব্যবহার হচ্ছে। এসব ব্যবহারকারীর একটা অংশ যেমন আছে ব্যবসা প্রতিষ্ঠান তেমনি আছে ব্যক্তিগত ব্যবহারকারীও। ১২ বছর ধরে উইন্ডোজ এক্সপি সেবা দিয়ে আসছিল।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এক্সপির পরিসেবা বন্ধ করে দেওয়ার পর অনেকেই এক্সপি ব্যবহার করবে। সেক্ষেত্রে মাইক্রোসফটের পক্ষ থেকে কোন ধরণের নিরাপত্তামূলক আপডেট দেয়া হবে না।

প্রযুক্তি বিশেষজ্ঞরা এক্সপির সেবা বন্ধ করে দেওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন । তারা বলছেন, এখনও যারা এক্সপি ব্যবহার করবে তারা বিপাকে পড়বে। কেননা, মাইক্রোসফটের কাছ থেকে কোন ধরণের সাহায্য পাওয়ার আশা নেই।


(ওএস/এটি/ এপ্রিল ০৮, ২০১৪)