গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের ৭ উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের দুই কর্মী ও বিভিন্ন মামলার পলাতক নয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, নাশকতা মামলায় সুন্দরগঞ্জ উপজেলা থেকে জামায়াতের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, ভাঙচুর, নাশকতা ও মাদকসহ বিভিন্ন মামলায় আরো নয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।

(ওএস/এএস/জুলাই ২২, ২০১৬)