দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের প্রথম শ্রেণিতে অর্ন্তভূক্ত ফুলবাড়ী পৌরসভার রাস্তা-ঘাট ময়লা-আর্বজনা ও জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে প্রথম শ্রেণির পৌরবাসীর।

পৌরসভার ৮নং ওয়ার্ডের সাহাপাড়া নামক স্থানের রাস্তা-ঘাট তো নয় যেন ময়লা-আর্বজনার ডাস্টবিন। বাহিরে তো দুরের কথা ময়লা-আর্বজনার দূর্গন্ধে বাসায় থাকাও দায় হয়ে পড়েছে এলাকাবাসীর। নাকাল অবস্থার মুখে জিম্মি হয়ে পড়ে রয়েছে এলাকাবাসী।

এ বিষয়ে এলাকাবাসী, প্রবীর দাস বাবু, কপিলা পাল, সন্তোষ মহন্ত, শংকর প্রসাদ, কমল সাহা, বাপ্পি দাস, সোহেল পারভেজ ও শুভ বলেন, প্রথম শ্রেণির পৌরসভার পৌরবাসীদের জনজীবনে ময়লা-আর্বজনায় পরিপূর্ণ। এলাকায় ময়লা-আর্বজনা ফেলার ডাস্টবিন না থাকায় তাদের যেখানে সেখানে ময়লা ফেলতে হচ্ছে। নিদিষ্ট স্থানে ময়লা-আর্বজনা রাখলেও তা পরিষ্কার করানো হয় না। পরিষ্কার করা তো দুরের কথা দীর্ঘ দিন পরে একবার ড্রেন পরিষ্কারের নামে এসে ড্রেনের সব ময়লা-আর্বজনা তুলে রাস্তায় স্তূপ বানানো হয়। এসব ময়লা-আর্বজনার স্তূপের কারণে সামান্য বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। জলাবদ্ধতায় নাকাল জনজীবন জিম্মি হয়ে বাসার বাহিরে কর্মস্থানেও ঠিকমতো যেতে পারছেনা এলাকাবাসী।

এসব ময়লা-আর্বজনায় প্লাবিত পানিতে ও এলাকা জুড়ে দূর্গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে বিভিন্ন রোগ-বালাই । এতে মহিলাসহ শিশুরা ভুগছে নানান রোগে। এ ধরণের সমস্যার বিভিন্ন অভিযোগ মেয়রের নিকট করা হলেও কোন প্রকারের ব্যবস্থা গ্রহন করা হয় না। দীর্ঘ দিন থেকে তারা এধরনের পরিস্থিতির শিকার।

সংযুক্তা দত্ত, পারুল দাস, আরতি গুপ্তাসহ এলাকার বিভিন্ন নারীরা বলেন এলাকায় ময়লা-আর্বজনা ও জলাবদ্ধতা জমাট হওয়ায় গড়ে উঠেছে খোলা প্রসাব খানা। লোকজনকে নিষেধ করার পরেও নিয়োমিত প্রসাব পায়খানা করে যাচ্ছে ড্রেন ও ময়লা-আর্বজনার স্তূপের উপর। এতে এলাকার কোন মহিলারা লজ্জায় বাসা থেকে বের হতে পারে না।

এ বিষয়ে পৌর মেয়র মুর্তুজা সরকার মানিকের সাথে যোগাযোগ করার জন্য ০১৭১২ ৭৪৯৭৩১ এই নাম্বারে একাধিকবার ফোন করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

পরে ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদের সাথে কথা বললে তিনি বলেন, আবহাওয়া খারাপের কারণে কোন জমাদার ঠিক মতো কাজ করতে পারছে না। তবে আবহাওয়া ভালো হলেই ময়লা-আর্বজনা পরিষ্কারের কাজ শুরু হবে।

(এসিজি/এস/জুলাই ২৩,২০১৬)