স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জঙ্গি ও উগ্রবাদ নিয়ে সরকারের রহস্যজনক আচরণে মানুষের মনে যে সন্দেহ তৈরি হয়েছে তা ঢাকতেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়া হয়েছে।

শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন। এসময় তারেক রহমানকে সাজা দেয়া সরকারের অন্ধহিংসার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।

দলের পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল কর্মসূচি বানচাল করতে গতকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিদের মতো হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসনের জাতীয় ঐক্যের আহ্বান ও জঙ্গিবাদ দমন করা সরকারের মূল লক্ষ্য নয়। কারণ বর্তমান পরিস্থিতি একটি অবৈধ সরকারের জন্য পরমপ্রাপ্তি।

মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ প্রসঙ্গে জানতে চাইলে রিজভী বলেন, বিক্ষোভ সমাবেশের অনুমতির জন্য আমরা প্রশাসন ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি, তবে এখনো অনুমতির বিষয়ে তারা আমাদের অবগত করেননি।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/জুলাই ২৩, ২০১৬)