রহমান জীবন

রাজেশ্বরীর দু’পাড় জুড়ে
ঢেউ খেলে না জল,
জলে ভাসা ফুলেরা নেই
মাছের কোলাহল।

গয়না, ডিঙি, ট্রলার এবং
পালতোলা নাও,
রাজেশ্বরীর বুকে এখন
চলে না তাও।

ছোট্ট নদী রাজেশ্বরী
আজ হয়েছে খাল,
নদীটাকে কাঁদতে দেখি
এলেও বর্ষাকাল।







(আরজে/এস/জুলাই ২৩,২০১৬)