বান্দরবান প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, জঙ্গীবাদ নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দেশের জনগণের সহযোগিতা পেলে জঙ্গীবাদ-সন্ত্রাস নির্মূল আইনশৃঙ্খলা বাহিনীর জন্য সহজ হবে। আজ শনিবার দুপুরে বান্দরবানের নীলগিরি সড়কের মিলনছড়ি চেকপোষ্ট পয়েন্টে মিলনছড়ি পুলিশ রিসোর্টের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।

পুলিশ মহাপরিদর্শক আরো জানান, জনগণকে চোখ কান খোলা রেখে শর্তক অবস্থায় থাকতে হবে। ঘর ভাড়া দিলে ভাড়াটিয়ার পুর্নাঙ্গ তথ্য সংরক্ষণ করতে হবে এবং পুলিশকে অবহিত করতে হবে। কাউকে সন্দহজনক ঘোরাফেরা করতে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেন তিনি।

তিনি আরো বলেন, পাহাড়ের চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। চাঁদাবাজির খবর পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান, তারা অভিযান চালাবে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে চট্টগ্রামের পুলিশ কমিশনা মোঃ শফিকুল ইসলাম, বান্দরবান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারেকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ’সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে সকালে সড়কপথে পুলিশ মহাপরিদর্শক রাঙামাটি থেকে বান্দরবান এসে পৌছান। এসময় জেলা পুলিশ লাইন পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের খোঁজ খবর নেন। পরে নীলগিরি সড়কে মিলনছড়ি পুলিশ রিসোর্টের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এছাড়াও আইজিপি বান্দরবানের পর্যটন স্পট নীলগিরি’সহ কয়েকটি দর্শণীয় স্থান ঘুরে দেখেন। বিকালে বান্দরবান থেকে কক্সবাজারের যাবেন আইজিপি।

(এএফবি/এএস/জুলাই ২৩, ২০১৬)