নড়াইল প্রতিনিধি :চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে এসএম সুলতান শিশু চারুও কারুকলা ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ২৯ থেকে ৩১ আগস্ট সুলতান মঞ্চ চত্বরে তিনদিনব্যাপী সুলতান উৎসব অনুষ্ঠিত হবে।

এছাড়া এসএম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে ১ সেপ্টেম্বর দুপুরে নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

শনিবার সকালে নড়াইল জেলা প্রশাসকের সভাকক্ষে এসএম সুলতান ফাউন্ডেশনের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্দিকুর রহমান, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, প্রকৌশলী শৈলেন্দনাথ সাহা প্রমূখ।

সভায় আগামী ১০ আগস্ট সুলতানের জন্মবার্ষিকী পালন উপলক্ষে কোরআনখানি, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।

জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এছাড়া এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনেরে উদ্যোগে ২৯-৩১ আগষ্ট সুলতান মঞ্চ চত্বরে তিনদিনব্যাপী সুলতান উৎসব অনুষ্ঠিত হবে।


(টিএআর/এস/জুলাই ২৪,২০১৬)