কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মাছ ও কাকড়া চাষে ৯ জন সফল চাষিকে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়েছে। জতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে কলাপাড়া উপজেলা প্রশাসন ও  উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ পুরষ্কার প্রদান করা হয়।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র প্রানী সম্পাদক কর্মকর্তা ডা. ইমরুল ইসলাম। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপক কুমার রায়। বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা মো. মসিউর রহমান, কলাপাড়া মৎস্য গবেষনা ইনষ্টিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আশরাফুল হক, প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সফল মাছ চাষি নাসির উদ্দিন ও কাকড়া চাষি সুচিত্রা রানী প্রমুখ।

জতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কলাপাড়া উপজেলা মৎস্য দপ্তর ৭ দিনব্যাপী জেলেদের নিয়ে আলোচনা সভা, ভিডিও প্রদর্শণ, শিক্ষার্থীদের মধ্যে সচেতনা বৃদ্ধিসহ বিভিন্ন কর্মসূচী পালন করে। শেষে দিন সফল চাষিদের সম্মাননা পুরষ্কার প্রদান অনুষ্ঠান করে।

(এমকেআর/এএস/জুলাই ২৫, ২০১৬)