আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদের উদ্যোগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে নাশকতা ও জঙ্গীবাদ প্রতিরোধ কমিটি গঠনের গুরুত্বারোপ করে অগৈলঝাড়া উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) শতরূপা তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জসীম সরদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী, আওয়ামীলীগ নেতা নুরুল হক মোল্লা, আ. সাত্তার মোল্লা, আবু সালেহ লিটন, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, সোয়েব ইমতিয়াজ লিমন প্রমুখ। সভায় পূর্বের জঙ্গী ও নাশকতা প্রতিরোধ বিষয়ক কমিটি বহাল রেখে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া ৫টি ইউনিয়নে জঙ্গী ও নাশকতা প্রতিরোধ বিষয়ক কমিটি গঠন করে ৩১ জুলাইর মধ্যে উপজেলা পরিষদে জমা দেয়ার জন্য ইউনিয়ন চেয়ারম্যানদের প্রতি আহ্বাণ জানানো হয়।

(টিবি/এএস/জুলাই ২৫, ২০১৬)