মাদারীপুর প্রতিনিধি : সিপিসি, সিপিএফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সততা সংঘের শিক্ষক, স্বাস্থ্য র্কমকর্তা, পুলিশ অফিসারদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি মাদারীপুর জেলা শাখা, দুর্নীতি দমন কমিশন, ও মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের আয়োজনে সোমবার দিনব্যাপী জেআরসিপি প্রকল্প কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্প কর্মপরিকল্পনা সভায় সকল স্টেকহোল্ডারদের সমন্বয় কর্মপরিকল্পনা প্রণয়ন, কর্মপরিকল্পনা আলোকে বাস্তবায়ন কৌশল নির্ধারণ, প্রকল্পের ষান্মাসিক টার্গেট- অর্জন সম্পর্কে অবগত, কার্যক্রম বাস্তবায়নের সম্ভাব্য সীমাবদ্ধতা নিয়ে পর্যালোচনা করা হয়।
এছাড়াও প্রকল্পের উদ্দেশ্য, দুর্নীতি প্রতিরোধ কৌশল নির্ধারণ ও বাস্তবায়ন, আইন ও বিধিমালা প্রয়োজনীয় সংশোধন ও সুপারিশ, স্থানীয় পর্যায় আন্তঃ বিভাগীয় দুর্নীতি প্রতিরোধের কৌশল নির্ধারণ ও বাস্তবায়ন, এবং দেশের বিভিন্ন দিবস পালন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্প কর্মপরিকল্পনা সভায় মাদারীপুর জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মোস্তফা হাওলাদারের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয় দুদকের সহকারী পরিচালক এহসানুল কামরান তানভীর, এমএলএএ প্রধান সমন্বয়কারী খান মো. শহীদ, এমএলএএ সহকারী সমন্বয়কারী মাসুমুল হক, জেআরসিপি প্রকল্প ও এমএলএএ প্রোগ্রাম ম্যানেজার আবু দাউদ শামীম, আরিফুর রহমান, নাজমুন নাহার, রেহানা পারভীন, মশিউর রহমান খান প্রমুখ।

(এএসএ/এএস/জুলাই ২৫, ২০১৬)