গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে যুব-মহিলাদের দক্ষ ও আত্মনির্ভশীল হিসাবে গড়ে তুলতে দক্ষতা প্রশিক্ষন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

এসোসিয়েশন অব গ্রাসরুটস উইমেন এন্টার প্রিনিয়ার্স বাংলাদেশ (এজিডব্লিউইবি) এ প্রশিক্ষনের আয়োজন করে। এ কর্মসূচীতে ২৫ জন যুব মহিলা ও অতি দরিদ্র মহিলাদেরকে প্রশিক্ষন দেয়া হবে।

আজ সোমবার বিকেল ৫ টায় গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষনের উদ্বোধন করেন যুব উন্নয়নের মহা পরিচালক আনোয়ারুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন এজিডব্লিউইবির সভাপতি মৌসুমী ইসলাম ।

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মমিনুর রহমান, যুব উন্নয়নের উপ-পরিচালক মোতাহার হোসেন, সহকারি পরিচালক সিদ্দিকুর রহমান, শাহ মোঃ ফরিদ, ডেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর শেখ মাহাবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সায়াদ উদ্দিন প্রমুখ।

(পিএম/এএস/জুলাই ২৫, ২০১৬)