মেহেরপুর প্রতিনিধি :“জল আছে যেখানে মাছ চাষ সেখানে” এ পতিপাদ্যে মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ এর পালন শেষে মূল্যায়ন,পুরস্কার বিতরণ ও সমাপণী  অনুষ্ঠিত হয়। আজ সোমবার বেলা ১১টা হতে জেলা শিল্পকলা একাডেমী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য দপ্তর ও জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খায়রুল হাসান। সভায় অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার এস এম মোস্তাফিজুর রহমান, জেলা প্রাণি সম্পদ বিভাগের অফিসার ডাঃ সুশান্ত কুমার হালদার, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, শহীদ সাদেকুল বাবলু প্রমুখ। অনুষ্ঠানে সফল মৎস চাষি ও সফল উদ্যেক্তা হিসেবে তিনজন করে ছয়জনকে পুরস্কৃত করা হয়।

এরা হলেন,খামশেদ আলী শেখ, আব্দুল হামিদ, রোকনুজ্জামান, আরিফুল ইসলাম, নুর আলম ও উলফাত সেখ। সভায় জেলা মৎস্য অফিসের কর্মকর্তা, মৎসচাষি ও সাবাদিকেরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন খামার ম্যানেজার আশাদুজ্জামান খান ও উপজেলা কর্মকর্তা জাকির হোসেন।



(এমআইএম/এস/জুলাই ২৫,২০১৬)