রূপান্তর


প্রকৃতির একটু একটু উপাদানে
প্রতিনিয়ত গড়ে চলেছি এই দেহ
আবারো প্রকৃতিকে ফিরিয়ে দেব বলেই…
খুব যত্নে জড়ো করা উপাদানগুলোর
কিছুটা শুষে নেবে মাটি,
হবে সাপ,কীট-পতঙ্গের ‍সুস্বাদু খাবার,
লোভ সামলাবে না কবরের পাশের গাছটিও
স্বাদ পেতে বাড়িয়ে দেবে শেকড়গুলো…
হয়তো কোন পথশিশু কুড়াবে সে গাছের ফুল
গাঁথবে মালা, বেচবে কোন দামে
সুবাস পেতে হয়তো নেবে তার ঘ্রাণ
জানবে না কোন দিনও
সে ফুলের সুবাসেই আমি রূপান্তরি

(এসএমএ/এস/জুলাই ২৬,২০১৬)