টাঙ্গাইল প্রতিনিধি : উপজেলা পর্যায়ে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয় করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক, কর্মচারী, ছাত্রী অভিভাবক ও এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মির্জাপুর উপজেলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ভিষণ ২০২১ বাস্তবায়নের জন্য দেশবাসী কাজ করে যাচ্ছে।

এ ভিষন বাস্তবায়নে মান সম্পন্ন শিক্ষার বিকল্প নেই। সেই লক্ষে দক্ষ জনশক্তি গঠনে সরকার সারাদেশে স্কুল, কলেজ সরকারী করণের লক্ষে পদক্ষেপ গ্রহন করে শতাধিক স্কুলের তালিকা প্রকাশ করেছে। উক্ত তালিকায় সারা দেশে মাত্র আটটি বালিকা বিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে যা অতি নগন্য। অথচ যোগ্যতা থাকা সত্ত্বেও উপজেলা পর্যায়ের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়গুলো তালিকাভুক্ত হয়নি। একটি দেশের অর্ধেক জনগোষ্ঠী যেখানে নারী, সেই নারীদের পেছনে ফেলে কিভাবে ভিষণ ২০২১ বাস্তবায়ন সম্ভব। তাই সোনার বাংলাকে ডিজিটাল বাংলায় রুপান্তর করতে দেশের অর্ধেক জনগোষ্ঠির কথা চিন্তা করে উপজেলা পর্যায়ের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়গুলো জাতীয় করণ করে নারী শিক্ষার অগ্রদূত হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত হবেন এমনটাই প্রত্যাশা করে সকলের।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক মুহাম্মদ সোলায়মান আকন্দ, সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইউম হোসাইন, ভুঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লাল মাহমুদ মিঞা, ঘাটাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুলি বেগম ও মধুপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবনানন্দ গোষ প্রমুখ।

(এমএনইউ/এএস/জুলাই ২৬, ২০১৬)