আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : কীর্তনখোলা নদীর ভাঙ্গনে শহরতলীর চরবাড়িয়া গ্রামো ৫টি বসত ঘর বিলীন হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাতটা থেকে এ ভাঙ্গন শুরু হয়।

জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবারও বর্ষা মৌসুমে কীর্তনখোলা নদীর ভাঙ্গন শুরু হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে ফকির বাড়ির লালু ফকির, বেল্লাল ফকির, সরোয়ার ফকির ৫জনের বসত ঘর কীর্তনখোলা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন আশে পাশের বসত ঘর সড়িয়ে নেয়ার কাজ চলছে। এছাড়া ওই এলাকার সাথে বরিশালের যোগাযোগের একমাত্র সড়কটি নদীতে বিলীন হওয়ায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

(টিবি/এএস/জুলাই ২৬, ২০১৬)