ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) প্রধান অফিস ঈশ্বরদীতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এবং বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের যৌথ উদ্যোগে জঙ্গীবাদ ও সন্ত্রাসের অপতৎপরতা রোধকল্পে গতকাল মঙ্গলবার এক বিশেষ আলোচানা সভা অনুষ্ঠিত হয়।

“জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ” শীর্ষক বৈঠকে ঢাকা থেকে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কেন্দ্রিয় নেতারা বিএসআরআই তে আসেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন।

বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রিয় নেতা কৃষিবিদ সমীর চন্দ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। সভাপতিত্ব করেন বিএসআরআই’র মহাপরিচালক ড. মু খলিলুর রহমান এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিএসআরআই’র বিজ্ঞানী সমিতির মহাসচিব ও ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাসিবুর রহমান।


(এসকেকে/এস/জুলাই ২৬,২০১৬)