দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে পল্লীতে মঙ্গলবার যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অন্তিম পর্যাযে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের পাদুমপুর সোনাজুড়ি গ্রামের সাদ্দাম হোসেনের সাথে একই ইউনিয়নের খটখটিয়া কৃষ্টপুর গ্রামের আবুল কালামের ভাতিজি লায়লা বানু (২৫) এর সাথে গতবছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাদ্দাম যৌতুকের জন্য স্ত্রীকে প্রায়শই মারপিট চালিয়ে যেত। এক পর্যায়ে লায়লা বাবার বাড়িতে বেড়াতে গিয়ে স্বামীর সংসার করবেনা বলে সাফ জানিয়ে দেয়। বাবা-মার নির্দেশে পুনরায় স্বামীর বাড়িতে আসে।

মৃতের চাচা আবুল কালাম বলেন, পারিবারিক কলহ আর যৌতুকের দাবিতে নির্যাতন করে গত সোমবার রাতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ এলাকাবাসী বলেন, সকাল থেকেই পলাতক রয়েছে সাদ্দাম ।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তার বাবা ঢাকা থেকে এসে অভিযোগ দিলেই ব্যবস্থা নেয়া হবে।

(এসিজি/এএস/জুলাই ২৬, ২০১৬)