শেরপুর প্রতিনিধি : শেরপুরে ভ্রাম্যমান বীজ পরীক্ষাগার বিষয়ে এক কৃষক প্রশিক্ষণ হয়েছে। শেরপুর খামারবাড়ী মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে মানসম্পন্ন বীজ উৎপাদন ও ব্যবহার এবং বীজমান পরীক্ষণ বিষয়ে কৃষকদেরকে বিস্তারিত ধারণা দেওয়া হয়। একইসাথে ভ্রাম্যমান বীজ পরীক্ষাগারে কিভাবে কৃষকরা হাতের দোড়গোড়ায় বীজ পরীক্ষার সুযোগ পাবেন সে বিষয়ে অবহিত করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজ প্রত্যয়ন এজেন্সীর ভ্রাম্যমান বীজ পরীক্ষাগার কর্মসূচী এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে বীজ প্রত্যয়ন এজেন্সীর পরিচালক ড. গোলাম আম্বিয়া প্রধান অতিথি হিসেবে এবং ভ্রাম্যমান বীজ পরীক্ষাগার কর্মসূচীর পরিচালক মো. হাসান কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ এতে সভাপতিত্ব করেন। প্রশিক্ষণে সদর উপজেলার ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।


(এইচবি/এটিআর/জুন ০৯, ২০১৪)