বাগেরহাট প্রতিনিধি : “সমৃদ্ধ জীবন তথা উন্নত বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তির উন্নয়ন একাবিংশ শতাদ্বীতে অপরিহার্য। সকলকে তথ্য প্রযুক্তি ব্যবহারে এগিয়ে আসতে হবে।”

সোমবার বিকালে বাগেরহাটে সাংবাদিকদের লার্নিং এন্ড আর্নি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক শুকুর আলী একথা বলেন।

তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগিতায় বাগেরহাট প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রশিক্ষন কর্মশালায় জেলায় কর্মরত জাতীয় ও আঞ্চলিক গনমাধ্যমে কর্মরত ৩০ জন সাংবাদিক অংশ গ্রহন করেন।

সমাপনী অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেরীনা নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাব সভাপতি বাবুল সরদার। অন্যানের মধ্যে বক্তৃতা করেন, প্রশিক্ষণ টিম লিডার ইমরান আহমেদ খান, প্রশিক্ষক নাজমুল হোসেন, ¯েœহাশীষ দাস, মনিরুল ইসলাম, সাংবাদিক অধ্যাপক মোশাররফ হুসাইন, এ্যাড. মোজাফফর হোসেন, অধ্যক্ষ মীর জুলফিকার আলী লুলু, সেখ হেমায়েত হোসেন, মো: দেলোয়ার হোসেন, আহসানুল করিম, শওকত আলী আকুঞ্জী, এসএম জাকারিয়া মাহমুদ, আলী আকবর টুটুল প্রমুখ।

(ওএস/এটিআর/জুন ০৯, ২০১৪)