স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে তরুণদের মাধ্যমে আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ।

বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম ‘আইটি ইনকিউবেট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন জয়।

সজীব ওয়াজেদ জয় বলেন, সেই দিনটা আর বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশে তথ্য-প্রযুক্তি খাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করবে প্রতিবছর।

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় ক্রমবর্ধমান অর্থনীতির দেশে উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় বলেন, এই ধারাকে আরো বেগমান করবে তথ্য-প্রযুক্তি খাত। আর তার জন্য সব পদক্ষেপ নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপগুলোর একটির লক্ষ্য হলো তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বা উদ্যোক্তাদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির কেন্দ্র গড়ে তোলা। এর মাধ্যমেই গড়ে উঠবে তথ্যপ্রযুক্তিভিত্তিক শিল্প।

অনুষ্ঠানে দেশের তথ্যপ্রযুক্তিবিদদের বিভিন্ন উদ্ভাবনের কথা স্মরণ করে ধন্যবাদ জানান সজীব ওয়াজেদ।

(ওএস/এএস/জুলাই ২৭, ২০১৬)