স্টাফ রিপোর্টার : জঙ্গিদের বাড়ি ভাড়া দেয়ার আগে নাম-ঠিকানা যাচাই না করার অভিযোগে আটক কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ের মালিকের স্ত্রী মমতাজ পারভীনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বজলার রহমান।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানার ৫৩/৫ নম্বর সড়কের জাহাজ বিল্ডিংয়ের মালিকের স্ত্রী মমতাজ পারভীনকে ৫৪ ধারায় গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে কল্যাণপুরে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলিতে সন্দেহভাজন ৯ জঙ্গি নিহত হয়।

(ওএস/এএস/জুলাই ২৭, ২০১৬)