আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঢাকার সাভার হেমায়েতপুর আলমনগর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের চারদিন পর মঙ্গলবার রাতে জেলার গৌরনদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী মিলনকে আটক করা হয়। ওইদিন রাতেই উদ্ধার হওয়া অপহৃতা ও অপহরণকারীকে সাভার থানায় প্রেরণ করা হয়েছে।

অপহৃতা স্কুল ছাত্রী মেহেরুন নেছার বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন জানান, হেমায়েতপুর এলাকার ব্যবসায়ী হাজ্বী মোঃ মামুনের সপ্তম শ্রেণীতে পড়ুয়া কন্যা মেহেরুন নেছা (১৫) ও তাদের বাসার ভাড়াটিয়া নুরী আক্তারকে (৯) শনিবার সকালে কৌশলে অপহরণ করে আলমনগর মাধ্যমিক বিদ্যালয়ের বাসচালক মোঃ মিলন (৩২)।

প্রথমে অপহৃতাদের মিলন ঢাকার একটি বাসায় আটক করে রাখে। সেখানে বসে কৌশলে মেহেরুন মোবাইল ফোনের মাধ্যমে অপহরনের বিষয়টি তার বাবাকে জানায়। এ ঘটনায় সাভার থানায় অপহরন মামলা দায়েরের পর পুলিশ উন্নত প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত করে সোমবার রাতে ওই বাসায় অভিযান চালায়। পুলিশের অভিযানের পূর্বেই অপহরনকারী মিলন স্কুল ছাত্রী মেহেরুনকে নিয়ে ওই বাসা থেকে অন্যত্র চলে যায়। পুলিশের অভিযানে ওই বাসা থেকে অপহৃতা শিশু নুরী আক্তারকে উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, পরবর্তীতে সাভার থানা পুলিশ মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে জানতে পারেন অপহরনকারী পরিবহনযোগে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে। বিষয়টি তাকে (ওসি) অবহিত করার পর থানা পুলিশ মহাসড়কের মাহিলাড়া নামক এলাকায় তল্লাশী চৌকি বসিয়ে একটি পরিবহন থেকে অপহৃতা স্কুল ছাত্রী মেহেরুন নেছা ও অপহরনকারী মিলনকে আটক করে। ওইদিন রাতেই সাভার থানা পুলিশ গৌরনদী থানায় এসে আটককৃতদের নিয়ে গেছেন।

(টিবি/এএস/জুলাই ২৭, ২০১৬)