বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখার হাকালুকি হাওর তীরের জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণ হিসেবে ১০ জন দরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের আয়োজনে এবং ডেভেলপমেন্ট অব ফ্যাসিলিটিজ ফর বায়ো-ডাইভারসিটি কনজারভেশন অ্যান্ড ইকোট্যুরিজম ইন হাকালুকি হাওড় প্রকল্পের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়।

বুধবার দুপুরে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, রাহেনা বেগম হাছনা, ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ দাস, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব, মৌলভীবাজার সদর রেঞ্জার ইমাম উদ্দিন, বিট অফিসার মোনায়েম হোসেন, হাকালুকি বিট অফিসার মোশারফ হোসেন প্রমুখ।

(এলএস/এএস/জুলাই ২৭, ২০১৬)