নড়াইল প্রতিনিধি :নড়াইলের কালনায় মধুমতি নদীতে  ট্রলার ডুবির ঘটনায় সাঁতরে ৬ জন প্রাণে বেঁচে গেলেও শিশু সহ কমপক্ষে ১৫ জন নিখোঁজ রয়েছে। আজ (২৮ জুলাই) বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

ট্রলার ডুবির ঘটনায় প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা যাত্রী নড়াইলের কামাল হোসেন ও আনোয়ারুল ইসলাম জানান, নদীতে প্রবল স্রোতের চাপ থাকায় চালক চলন্ত গতিতে ট্রলারটি ঘাটে ভিড়ানোর সময় অন্য আর একটি ট্রলারের সাথে ধাক্কা লেগে মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
এসময় ১০/১২জন যাত্রী বেঁচে গেলেও ট্রলারে থাকা একটি মোটর সাইকেল ও বাঁধন নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রসহ ৪/৫ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা যায়। চোখের সামনে ছেলেকে ডুবে যেতে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন বাঁধনের মা মিনা বেগম। তারা কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামে মামা বাড়ির উদ্দেশ্যে যশোর থেকে রওনা হয়ে আসছিল।

(টিএআর/এস/জুলাই ২৮,২০১৬)