স্টাফ রিপোর্টার : ধর্ষণের অভিযোগে ঢাকা বারের আইনজীবী বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন একই বারের এক মহিলা আইনজীবী।

সোমবার ঢাকার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এনামুল হক ভূইয়া সাভার থানার ওসিকে মামলাটি এজাহার হিসাবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

ঢাকা বারের আইনজীবী নজরুল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে মামলা করেছে এক মহিলা আইনজীবী।

মামলার বাদী তার অভিযোগে বলেন, “২০১০-২০১১ সালের নির্বাচনের কাজ করার সময় আসামির নজরুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। এরপর দু’জনের মধ্যে ভালোবাসা হয়। পরিচয়ের পর থেকে আসামি বাদিনীকে দৈহিক সম্পর্কের প্রস্তাব দেন। কিন্তু বাদিনী রাজি না হওয়ায় আসামি বাদিনীকে সাভারে এক বন্ধুর বাসায় নিয়ে বিয়ে করেন। এরপর বিভিন্ন স্থানে তারা একসঙ্গে বসবাস ও শারীরিক সম্পর্ক করেন।

মেলামেশার এক পর্যায়ে বাদিনী গর্ভবতী হয়ে পড়লে তিনি আসামিকে জানান। কিন্তু নজরুল ইসলাম বিয়ে ও দৈহিক সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন।

(ওএস/এটিআর/জুন ০৯, ২০১৪)