শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : শ্রীপুরের কাওরাইদে বহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচুত্য হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে এই দুর্ঘটনায় ঘটে।

কাওরাইদ স্টেশনের মাস্টার মো. ইমদাদ হোসেন জানান, ঢাকা থেকে ময়মনসিংহ , জামালপুর ও জগন্নাথগঞ্জ গামী ট্রেন চলাচল স্বাভাবিক হতে প্রায় ১০ ঘন্টা সময় লাগতে পারে। কয়েকটি ট্রেন আশ-পাশের বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। জানা যায়, ট্রেনের ইঞ্জিন লাইনচুত্য হলেও বগিগুলো লাইনে রয়েছে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ট্রেনটির কিছু অংশ ময়মনসিংহের গফরগাঁও ও শ্রীপুরের মধ্যে সংযোগকারী সেতুর ওপর এবং ইঞ্জিনসহ কিছু অংশ কাওরাইদ এলাকায় রয়েছে। ইঞ্জিনের নিচে একটি ট্রলি আটকে থাকতে দেখা গেছে।

ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় ওই ট্রলি সেখানে আটকে যায়। আর তার সাথে সংঘর্ষের ফলেই ইঞ্জিন লাইনচুত্য হয়।

(আরএইচ/এএস/জুলাই ২৮, ২০১৬)