গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের ২০১৬-১৭ অর্থ-বছরে ১ হাজার ৪২১ কোটি ৩৪ লাখ ১৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশনের সভা কক্ষে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ চলতি অর্থ-বছরের এ বাজেট ঘোষণা করেন।

বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লাহ খান। বাজেট বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান খান কিরণ বলেন, গাজীপুর সিটিকে পরিবেশ বান্ধব ও বাসযোগ্য একটি নগরী হিসেবে গড়ে তোলা হবে।

নতুন এই সিটি কর্পোরেশনকে এগিয়ে নিতে তিনি সকল কাউন্সিলর ও নগরবাসীর কাছে সহযোগিতা কামনা করেন। বাজেটে সর্বোচ্চ আয়ের খাত দেখানো হয়েছে, বৈদেশিক সহায়তা পুষ্ট প্রকল্প, সরকারি ও বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) ও ডিপিপি ভিত্তিক প্রকল্পের অনুদান হতে ৯৬৮ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা। এছাড়া রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ৩৩৯ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা এবং উন্নয়ন সরকারি খাতে ৮০ কোটি টাকা।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। একই বছর ১৮ আগস্ট মেয়র অধ্যাপক এমএ মান্নান ও ৫৭ জন কাউন্সিলর এবং ১৯ জন নারী কাউন্সিলর দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে বিভিন্ন মামলায় নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নান কারাগারে থাকায় এবার সিটি কর্পোরেশনের তৃতীয় বাজেট ঘোষণা করেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।

(আরএইচ/এএস/জুলাই ২৮, ২০১৬)