গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কালনা ফেরি ঘাটে মধুমতি নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার করা যায়নি।

শুক্রবার সকাল ৯টা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে দুপুর দেড়টায় উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিয়ামুল হুদা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে নড়াইলের লোহাগাড়ার কালনা ফেরি ঘাট থেকে ১৬/১৭ জন যাত্রী নিয়ে কাশিয়ানীর কালনা (শংকরপাশা) ফেরি ঘাটে আসছিল একটি খেয়া নৌকা।

ফেরী ঘাটে খেয়া নৌকাটি কাশিয়ানীর কালনা (শংকরপাশা)অংশে ভেড়ার আগ মুহুর্তে অন্য একটি ইঞ্জিন চালিত নৌকার সাথে ধাক্কা লাগে এবং এক পর্যায়ে ঘাটে দাড়িয়ে থাকা ফেরীর সাথে ত্রি-মুখি ধাক্কা লাগে। ফলে প্রচন্ড স্রোতের মধ্যে পড়ে নৌকাটি পানিতে ডুবে যায়। এতে বাঁধন মুন্সি (৭) নামে এক শিশু নিখোঁজ হয়।

(পিএম/এএস/জুলাই ২৯, ২০১৬)