যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকায় পুলিশ ইমিগ্রেশনের সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বিএসএফ। সোমবার সকালে শ্রমিকরা কাজ করতে গেলে বিএসএফ এ বাধা দেয়।

বেনাপোল পুলিশ ইমিগ্রেশন- এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বিষয়ের সত্যতা স্বীকার করে জানান, এর আগে সীমানা প্রাচীর নিয়ে বিএসএফ’র সঙ্গে বৈঠকও হয়। সেখানে সীমানা প্রাচীর নির্মাণে তখন তারা কোন আপত্তি জানায়নি। তবে সোমবার সকালে শ্রমিকরা প্রাচীর নির্মাণ কাজ করতে গেলে বিএসএফ বাধা দেয়। যে কারণে নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্নেল মতিউর রহমান জানান, আগামী ১২ জুন দুদেশের ভূমি জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা বেনাপোল চেকপোস্টে এসে জরিপ করবেন। এরপরেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এ নিয়ে উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই।

(ওএস/এস/জুন ০৯, ২০১৪)