ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, উন্নয়নের স্বার্থে দেশের সব কর্মকাণ্ডে ৩০ ভাগ নারীকে যুক্ত করতে হবে ।

শুক্রবার বেলা ১১টায় ফরিদপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত ‘নকশী কাঁথা বুনন কৌশল’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এতদিন নারীদের ঘরের বাইরে গিয়ে কাজের গণ্ডি ছিল খুব কম। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রতিটি ক্ষেত্রে ৩০ ভাগ নারীকে রাখতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।’

ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ফরিদপুরের প্রধান প্রকৌশলী নূর হোসেন মোহাম্মদ ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।

পরে মন্ত্রী ৬০ জন নারীকে নিয়ে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

(ওএস/এএস/জুলাই ২৯, ২০১৬)