ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধি :ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, ভূমি মন্ত্রী আলহাজ্ব শামসুর রহমান শরীফ এম.পি. প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ, সন্ত্রাস, অস্ত্রবাজ, চাঁদাবাজ এবং এদের মদদ ও ইন্ধনদাতা অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানিয়েছেন।

শুক্রবার বিকেলে ঈশ্বরদীর মুলাডুলিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক পথসভায় সমবেত হাজার হাজার জনতার উদ্দেশ্যে ভূমিমন্ত্রী শরীফ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনগণের জানমালের নিরাপত্তায় জঙ্গি নির্মূলে সর্বোচ্চ কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। স্বাধীনতা বিরোধী জঙ্গি সন্ত্রাসীদের এদেশে ঠাঁই হবে না। পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও সরকারি যে সকল বাহিনী জঙ্গিদের উচ্ছেদে অংশ নিয়ে নিহত হয়েছেন তাঁদের সকলের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি মন্ত্রী সমবেদনা জানান এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের বীরত্বের জন্য ধন্যবাদ জানান।

জঙ্গি ও সন্ত্রাস বিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বানে ঈশ্বরদীর বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে আজ ঈশ্বরদীতে গণজাগরণের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সন্ত্রাসী ও জঙ্গির এদেশে ঠাই নাই। যারা গরীব কৃষকদের ঠকায়, সরকারের নির্ধারিত ন্যায্য মূল্যের চেয়ে অনেক কম মূল্য দিয়ে তাদের উৎপাদিত চাল ও গম কিনে উচ্চ মূল্যে বাজারে বিক্রি করছে, তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়ানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।




(এসকেকে/এস/জুলাই ২৯,২০১৬)