গাজীপুর প্রতিনিধি:শ্রীপুর উপজেলার মাওনায় ইউনিয়নের চকপাড়া গ্রাম থেকে জঙ্গী সন্দেহে পারভেজ (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছে একটি চিরকুট পাওয়া গেছে।

শুক্রবার জু’মার নামাজের পর তাকে আটক করা হয়। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় বলে জানা যায়। তবে আটক পারভেজের পুরো পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, পারভেজ ওই এলাকায় জু’মার নামাজ আদায় করে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সে কোন নিষিদ্ধ জঙ্গী সংগঠনের সদস্য হতে পারে বলে স্থানীয়দের ধারণা।

এসময় তার কাছ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে সাবধানে থাকিস,! মুসলমানদের রক্ষা করতে হবে! এই রকম কিছু কথা লিখা আছে। এছাড়াও ওই চিরকুটে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া আছে।

গাজীপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আমির হোসেন জানান, জঙ্গী সন্দেহে একজনকে আটক করা হয়েছে তবে সে সত্যিই জঙ্গী কিনা তা যাচাই করা হচ্ছে।





(আরএইচ/এস/জুলাই ২৯,২০১৬)