নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি :দক্ষিণ টাঙ্গাইলের নাগরপুর, মানিকগঞ্জের দৌলতপুর, সিরাজগঞ্জের চৌহালী উপজেলাবাসীর যোগাযোগের একমাত্র সড়ক, টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের চাষাভাদ্রা নামকস্থানে বেইলী ব্রীজ ভেঙ্গে যোগাযোগ ব্যাবস্থা বন্ধ রয়েছে।

শনিবার সকালে বন্যার পানির প্রবল স্রোতে চাষাভাদ্রার বেইলী ব্রীজের দক্ষিণ পাশ ভেঙ্গে পড়ে। ফলে এ অঞ্চলের জনসাধারণের ঢাকার সাথে যোগাযোগ ব্যাবস্থা সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আকস্মিক ভাবে ব্রীজটি ভেঙ্গে পড়ায় রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত টাঙ্গাইল সড়ক ও জনপথের সেকশন অফিসার রেজাউল কবির জানান, সাময়িক ভাবে ভাঙ্গন প্রতিরোধের ব্যাবস্থা করছি। আমাদের সংগ্রহে এই মানের বেইলী নেই, বিভিন্ন স্থানে যোগাযোগ করছি। যতদ্রুত সম্ভব এই মানের বেইলী এনে ব্রীজটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হবে।


(আরএসআর/এস/জুলাই ৩০,২০১৬)