গোপালগঞ্জ প্রতিনিধি :সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গোপালগঞ্জে প্রতিবাদী গণমিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গোপালগগঞ্জের সকল সাংস্কৃতিক সংগঠন, শিল্পী ও কর্মীবৃন্দ এবং বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখা পৃথকভাবে এসব কর্মসূচী পালন করে।

আজ শনিবার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী চত্ত্বর থেকে একটি প্রতিবাদী গণ মিছিল বের করে সাংস্কৃতিক সংগঠন, শিল্পী ও কর্মীবৃন্দ। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়।

অপর দিকে, স্থানীয় প্রেসক্লাবের সমানে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষক সমিতর নেতৃবৃন্দ। এসময় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয় মানববন্ধনকারীরা। এসকল কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।

পরে পৃথক সমাবেশে পৌর মেয়র কাজী লিয়াকত আলী, এহিয়া খালেদ সাদী, নাজমুল ইসলামসহ শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বক্তরা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষার্থীসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।


(পিএম/এস/জুলাই ৩০,২০১৬)