আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):“হঠাও জঙ্গি বাঁচাও দেশ-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ” শ্লোগানকে সামনে রেখে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শনিবার বেলা এগারোটার দিকে মুক্তিযোদ্ধাদের ঘন্টাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ডে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও বাটাজোর ইউনিয়ন কমান্ডের যৌথ উদ্যোগে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশ সভাপতিত্ব করেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদার।

বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শাহজাহান সরদার, আলী আকবর মোল্লা, খান সামসুল হক, আঃ রহিম সরদার, সোহরাব হোসেন, ফজলুল হক মৃধা, ইদ্রিস আলী, বারেক ফকির, আক্কেল আলী বেপারী, মোতাহার হোসেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক উৎপল চক্রবর্তী প্রমূখ। শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

(এনএস/এস/জুলাই ৩০,২০১৬)