বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রীদের নতুন আবাসিক হলের নাম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া হল দেয়ায় বিজয় মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখা।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি কামাল রনজিত (কে.আর) মার্কেটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি রাফিকুজ্জামান ফরিদ, সম্পাদক গৌতম কর ও সহ-সভাপতি জুনায়েদ হাসান। এসময় বক্তারা বাকি পাঁচ দফা ক্যাম্পাসে পূর্ণাঙ্গ রেলওয়ে স্টেশন চালু, সপ্তাহে সাঁত দিন লাইব্রেরি খোলা রাখা, ছাত্রবৃত্তি বৃদ্ধি করা, শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্ধ বৃদ্ধি করা ও মৌলবাদ ও জঙ্গীবাদ রুখতে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

(এমএসএস/এএস/জুলাই ৩০, ২০১৬)