রংপুর প্রতিনিধি : বিএনপির নতুন রংপুর জেলা ও মহানগর কমিটির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দলের পদ বঞ্চিত নেতা-কর্মীরা এবং কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।

সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয় গ্রান্ড হোটেল মোড়ে এক সংবাদ সম্মেলনে এই দুই কমিটিকে অবৈধ এবং কমিটির সঙ্গে সংশ্লিষ্টদের ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির পুরোনো কমিটির যুগ্ন আহ্বায়ক মমতাজ শিরিন ভরসা, শহিদুল ইসলাম মিজু , যুবদল সভাপতি রইস আহম্মেদ ও ছাত্রদল কেন্দ্রীয় নেতা মাহফুজ উন নবী ডন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মো. মন্ডল, কৃষকদল কেন্দ্রীয় নেতা আবু তাহের , সেচ্চাসেবক দলের জেলা সভাপতি আব্দুর ছালাম ও ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির আলম নয়ন। উল্লেখ্য জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফ্ফর হোসেনকে মহানগর সভাপতি , সাবেক জেলা যুগ্ন আহ্বায়ক সামসুজ্জামান সামুকে মহানগর সাধারণ সম্পাদক ও জেলা যুবদল সাধারণ সম্পাদক আনিসুর রহমাণ লাকুকে মহানগর সাংগঠনিক সম্পাদক এবং এমদাদুল ভরসাকে জেলা সভাপতি, সাইফুল ইসলামকে জেলা সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলাম রাঙ্গাকে জেলা সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট নতুন দুই কমিটি অনুমোদন করে বিএনপির কেন্দ্রীয় মহাসচিব। এর প্রতিবাদে পদ বঞ্চিতরা সাংবাদিক সম্মেলন করে কমিটি বাতিল করার দাবী জানান। ফলে বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

(ওএস/এস/জুন ০৯, ২০১৪)