জামালপুর প্রতিনিধি :দ্রুত পানি নামতে শুরু করায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত ৫৬ ঘণ্টায় ৩৪ সেন্টিমিটার পানি কমেছে। তবে এখনো যমুনার পানি বিপদসীমার ৮৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেজ রিডার আব্দুল মান্নান এ তথ্য জানান। তিনি বলেন, সকাল ৮টায় জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট এলাকায় যমুনার পানি ২০ দশমিক ৩৭ মিটারে অবস্থান করছিল।

এ পয়েন্টের স্বাভাবিক উচ্চতা হলো ১৯.৫০ মিটার। রবিবার রাত ৮টার সময় যেখানে পানির উচ্চতা ছিলো ২০ দশমিক ৫০ মিটার। এর আগে বন্যা পরিস্থিতি যখন সবচেয়ে খারাপ অবস্থায় ছিল তখন বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ১২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি কমতে থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি দ্রুত উন্নতির দিকে যাচ্ছে।

অব্যাহতভাবে পানি কমতে থাকলে আগামী ২/৩ দিনের মধ্যে জামালপুরের বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসবে বলে স্থানীয় প্রশাসন মনে করছে। সরকারি হিসাব মতে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৪ লাখ ১২ হাজার ৫৭০ জন হলেও বেসরকারি হিসাব মতে এর সংখ্যা আরো বেশি।


(ওএস/এস/আগস্ট ০১,২০১৬)