গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে  জঙ্গিবাদী তৎপরতার বিরুদ্ধে সচেতনা সৃষ্টির লক্ষ্যে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী এই মাবনবন্ধন কর্মসূচী অুনষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এসএম ফাজিল মাদরাসার উদ্যোগে ঢাকা-রংপুর মহাসড়কে বেলা ১১টা থেকে ১২ পর্যন্ত জঙ্গিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম রতন, সহ সভাপতি আব্দুল জলিল, মাদরাসার অধ্যক্ষ আবু তালেব মন্ডল, মাদরাসার শিক্ষক একেএম সাহেদুল ইসলাম তুষার।

অপরদিকে, উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও বিশুবাড়ী দ্বি-মুখী দাখিল মাদরাসায় আয়োজনেও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয় সংলগ্ন সড়কে এই অনুষ্টিত মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন বিশুবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, বিশুবাড়ী দ্বি-মুখী দাখিল মাদরাসা সুপার রমজান আলী, বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহির উদ্দিন, সহকারী শিক্ষক রায়হান মোঃ মোস্তফা কামাল। উপজেলার নাকাই হাট গালর্স স্কুল এন্ড কলেজেও ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাদেকুর রহমান, সহকারী শিক্ষক আল মামুন মোবারক, তাজেমুর রহমান প্রমুখ।

গোবিন্দগঞ্জ মহিলা কলেজ ডিগ্রী শিক্ষক শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করে। তারা প্রতিষ্ঠানের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, উপাধ্যক্ষ জহুরুল ইসলাম, সহকারী অধ্যাপক ফিরোজ খানুন নুনু প্রমুখ।

গোবিন্দগঞ্জ কলেজ কামদিয়া ডিগ্রী কলেজ, গোলাপবাগ সিনিয়র দাখিল মাদরাসাও অনুরুপ জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করে।






(এসআরডি/এস/আগস্ট ০১,২০১৬)