গাজীপুর  প্রতিনিধি : গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য সাম্প্রদায়িকতা বিরোধী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, দেশী বিদেশী চক্রান্তকারীদের ইন্ধনে আমাদের যুব সমাজকে মগজ ধোলাইয়ের মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে।

আসলে তারা ইসলামকে কলুসিত করছে। এই উপমহাদেশে যখন মুসলমান ছিলনা তখন বিভিন্ন বড় বড় সুফিগন আসার পর তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে মানুষ মোসলমান গ্রহন করেছে। ইসলাম হল শান্তির ধর্ম, পবিত্র ধর্ম। অস্ত্রের মুখে বা জঙ্গিবাদের দ্বারা ইসলাম সৃষ্টি হয় নাই।

অধ্যাপক আসাদুজ্জামান চৌধুরী বলেন, জঙ্গিবাদের কোন দেশ নাই, জঙ্গিবাদের কোন ধর্ম নাই, সন্ত্রাসী কার্যকলাপই এদের ধর্ম। তাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে জঙ্গি বিরোধী কমিটি গঠন করতে হবে।

সোমবার সকাল থেকে জঙ্গি সন্ত্রাস মুক্ত সোনার বাংলা গড়ার লক্ষে শিক্ষক, শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণে করেন। ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ,গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ, গাজীপুর মহিলা কলেজ, শ্রীপুরের পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বলে জানা গেছে। কর্মসূচীতে শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্র-ছাত্রী ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয়।

(আরএইচ/এএস/আগস্ট ০১, ২০১৬)