কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি:গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে আজ সোমবার বিকেলে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জঙ্গী, নাশকতাকারী ও মাদক বিরোধী জনসচেতনা মুলক এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ( পিপিএম বার) এর সভাপতিত্বে এ এস পি সাকের্ল সালেহ উদ্দিন আহমেদ ও কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক, বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

সমাবেশে অন্যন্যোর মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল. উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা নিবার্হী অফিসার আনিসুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু,অধ্যক্ষ মিজানুর রহমান,বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মোল্লা,ইউপি চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন প্রধান,কাপাসিয়া জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার দাস,সাংবাদিক মো:মজিবুর রহমান মিলন,অধ্যক্ষ মাওলানা জহিরুল হক, শিক্ষক নেতা আশরাফুল আলম, যুবনেতা মাহবুব উদ্দিন সেলিম,ছাত্রনেতা রাজিব ঘোষ প্রমুখ।

জঙ্গী, নাশকতাকারী ও মাদক বিরোধী সমাবেশে কাপাসিয়া উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম,মুয়াজ্জিন,আলেম-ওলামা,বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-শিক্ষক,মন্দিরের পুরোহিত,মুক্তিযোদ্ধা,সাংবাদিক,আইনজীবি, বাড়ীর মালিক ও ভাড়াটিয়া,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার,এনজিও কর্মী,সুশীল সমাজের প্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক,কমিউনিটিং পুলিশিং কমিটির সদস্যবৃন্দ,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, চৌকিদার-দফাদারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহন করেন।





(এসকেডি/এস/আগস্ট ০১,২০১৬)