পোষা কুকুরও হিংসুটে হয় এবং তাও আবার স্মার্টফোনের প্রতি! শুধু তাই নয়, সুযোগ পেলে রোষ মেটাতে চড়াও হয়ে নষ্ট করে মালিকের স্মার্টফোন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক জরিপে দেখা গেছে, হিংসার বশবর্তী হয়ে ২ কোটি ৮০ লাখ স্মার্ট ফোনের সর্বনাশ করেছে পোষা কুকুরেরা। স্কয়ার ট্রেড নামের এক সংস্থা এই জরিপ পরিচালনা করেছে। খবর ইয়াহু নিউজের।

এতদিন ধারণা করা হত, সদ্য হাঁটতে শিখেছে এমন শিশু, অপ্রাপ্ত বয়স্ক ও বুদ্ধি প্রতিবন্ধীরাই স্মার্টফোনের প্রধান শত্রু। প্রকৃতপক্ষে এই তালিকায় সবার আগে রয়েছে পোষা কুকুর।

স্কয়ার ট্রেড জানিয়েছে, স্মার্টফোনের প্রতি মালিকের আসক্তি দেখে অধিকাংশ ক্ষেত্রেই ঈর্ষান্বিত হয়ে পড়ে পোষা কুকুরেরা। এই জন্য সুযোগ পেলেই স্মার্টফোনের ওপর প্রাকৃতিক কর্ম সেরে নেয়।

সংস্থাটি আরও জানিয়েছে, এভাবে যুক্তরাষ্ট্র জুড়ে ২ কোটি ৮০ লাখ ফোন নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে কুকুরদের বিরুদ্ধে।

এই সমস্যা থেকে মুক্তি পেতে কুকুরকে শিক্ষা নয় বরং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্কয়ার ট্রেড। এই জন্য ফোনে যাতে তরল জাতীয় কোন পদার্থ অনুপ্রবেশ করতে বা পারে এমন ব্যবস্থা নেওয়া উচিত বলে জানিয়েছে সংস্থাটি। এতে অন্যন্যা বৃষ্টির মতো অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা থেকেও মুক্তি পাওয়া যাবে।

(ওএস/এস/জুন ০৯, ২০১৪)