গাইবান্ধা প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যাদুর্গত এলাকার একটি মানুষও না খেয়ে মারা যাবে না। সরকারের পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। বন্যায় যাদের বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ফুলবাড়ি মাঠে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাকবলিত এলাকায় ব্যাপক ত্রাণ তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে এবং থাকবে। গাইবান্ধা জেলায় বন্যাদুর্গত মানুষের জন্য ইতোমধ্যে সরকার ৪০ লাখ টাকা ও ১ হাজার ৫০ মেট্রিক টন চাল এবং বিভিন্ন শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। এ জেলার দুর্গত মানুষের জন্য নতুন করে আরো ১০ লাখ টাকা এবং ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

ত্রাণ বিতরণের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।

এছাড়া বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক রিয়াজ আহমেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল-আলম হিরু, পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

(ওএস/এএস/আগস্ট ০২, ২০১৬)