স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের মে মাসে রাজস্ব আদায় কমেছে ৩ কোটি টাকার বা ২৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ডিএসই মে মাসে মোট রাজস্ব আদায় করেছে ৯ কোটি ৭০ লাখ ৮৮ হাজার ১১৪ টাকার। যা এপ্রিলে ছিল ১৩ কোটি ৭০ লাখ ৫ হাজার ৫২২ টাকার। অর্থাৎ আগের মাসের তুলনায় ৩ কোটি ৯৯ লাখ ১৭ হাজার ৪০৮ টাকার রাজস্ব আদায় কমেছে।

সংশ্লিস্টদের মতে, সার্বিক পুঁজিবাজারে গত কয়েক মাস ধরেই দরপতন চলছে। তবে গত মাসে উল্লেখযোগ্য হারে লেনদেন কমেছে ডিএসইর। তাই চলতি মাসে রাজস্ব আদায়ের পরিমাণও কমেছে।

আলোচ্য মাসে ডিএসই সদস্য প্রতিষ্ঠানের কাছ থেকে আয় হয়েছে ৫ কোটি ৮৪ লাখ ৫৭ হাজার ৬৬২ টাকা। যা এপ্রিলে ছিল ৯ কোটি ৭৯ লাখ ৭৭ হাজার ৫৮৯ টাকা।

মে মাসে প্লেসমেন্ট শেয়ারের রাজস্ব আদায়ও কমেছে। আলোচিত মাসে প্লেসমেন্ট শেয়ারের রাজস্ব আদায় করেছে ৩ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ৪৫২ টাকা। যা এপ্রিলে ছিল ৩ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৯৩৩ টাকা।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪, ধারা ৫৩ এর আওতায় ডিএসই ২০১৩-১৪ হিসাব বছরের মে মাসে সদস্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে এই রাজস্ব পেয়েছে।

(ওএস/এস/জুন ০৯, ২০১৪)