সুমন মুস্তাফিজ

আমার দিকে তুমি একবার অপলক দৃষ্টিতে তাকাও
আমি আজীবন তোমার দিকে তাকিয়ে থাকবো।
আমাকে তুমি একটু আশ্বাস দাও
আমি সজীব প্রাণবন্ত হয়ে উঠবো।
আমাকে তুমি তোমার হৃদয়ে একটু জায়গা দাও
আমি সমস্ত ব্যস্ততার অবসান ঘটিয়ে দেব।
আমাকে তুমি একটু ছুঁয়ে দেখ,
আমি রক্তের রন্ধ্রে রন্ধ্রে ভালোবাসা পৌঁছে দেব।
আমাকে নিয়ে তুমি একটু ভাব,
আমি অনন্তকাল ধরে পথ চলব।
যদি তুমি বিস্তৃত আকাশ হও,
আমি তোমার বুকে রংধনু সাত রং এঁকে দেব।
যদি তুমি সবুজ বৃক্ষ হও,
তবে প্রশান্তির বাতাস হয়ে বইবো।
যদি হও মহাদেশ,
আমি হব আবিষ্কার পিয়াসু নাবিক।
যদি হও সবুজ মাঠ,
আমি তোমার বুকে ফসল হয়ে জন্মাবো।
যদি হও নদীর জলধারা,
স্রোত হয়ে তোমাকে নিয়ে যাব সমুদ্রের গভীরে ।
যদি হও ধূসর গোধুলী,
আমি হব আগ্রাসী বাতাস,
তোমার অলক গুচ্ছে বিঁধে যাবে
ভালোবাসার অসংখ্য স্বপ্নফুল।



শুদ্ধ আলোচনা

একটা কবিতা লিখব বলে কাটিয়েছি কত নির্ঘুম রাত
গদ্যে পদ্যে, ছন্দ লয় হয়ে যায় সব গোজামিল
শুরু হয় নতুন প্রভাত।
একটা শব্দ লিখব বলে নানা চিন্তায় ডুব দেয় মন
মনে হয় কোন ভিন্নার্থের অবাধ বিচরণ।
একটা অর্থবহ বাক্যকে সাজাতে গিয়ে,
হারিয়ে যায় অর্ন্তনিহিত ভাব,ভুল সুরে ডেকে যায় বনের টিয়ে।
বিস্তীর্ণ মাঠ ফসলের ক্ষেত বিকেলের সুর্যের লাল আভায়
কবিতা হয়ে উঠে বিস্মিত,
আবার হিংস্র হায়নার ভয়াল থাবায়
কবিতা হয়ে উঠে ভীত।
কিন্তু কবি সবকিছুকে উপেক্ষা করে সাজাতে চায় পংক্তিমালা
যেন সৃষ্টি হয় একটি অমর কাব্য,পরিহাসের বদলে যেন কবি
হয়ে উঠে পাঠকের শুদ্ধ অলোচনা।


(এসএম/এস/আগস্ট ০১,২০১৬)